রিকশাচালক মনোহরের হাতে ফোস্কা, আর শিক্ষা দপ্তর পাঠালো ৫১ লক্ষের নোটিশ! গরিবের এই গল্প চোখে জল আনবে

উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলার ভিনগা এলাকার গন্ডপুরওয়া গ্রামের বাসিন্দা মনোহর যাদব, যিনি দিল্লিতে রিকশা চালিয়ে কোনোরকমে সংসার চালান, সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে ৫১ লক্ষেরও বেশি টাকা আদায়ের একটি নোটিশ পেয়েছেন। এই নোটিশে অভিযোগ করা হয়েছে যে, মনোহর আম্বেদকর নগরের সুরেন্দ্র প্রতাপ সিংয়ের নামে নব্বা পুরওয়ার উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে একজন ভুয়া শিক্ষক হিসেবে কাজ করেছেন এবং ২০২০ সালের ১৪ জুলাই পর্যন্ত ৫১ লক্ষ ৬৩ হাজার টাকা বেতন হিসেবে তুলেছেন। নিরক্ষর মনোহর যখন এই নোটিশটি গ্রামের এক শিক্ষিত ব্যক্তির সাহায্যে পড়ান, তখন এই অভিযোগ শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়।
অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য মনোহর এতটাই অসহায় যে নিজের হাতের রিকশার ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, “আমরা এত টাকা কোথা থেকে দেব? নোটিশ পাওয়ার পর থেকে আমরা খাবারও খাইনি।” শিক্ষা দপ্তরের কর্মীরা প্রথমে নোটিশ জারির কথা স্বীকার করলেও পরে তা বাতিল করা হয়েছে বলে জানান। এই ঘটনাটি মনোহর এবং তার পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। বিনা তদন্তে এমন নোটিশ জারি হওয়া এবং এর ফলে একজন নিরীহ গরিব মানুষের জীবন নষ্ট হওয়ার দায় কার, তা নিয়ে প্রশ্ন উঠছে।