৭ মাসের অন্তঃসত্ত্বা ধর্ষণ, বিহারে আটক ভুয়ো তান্ত্রিক
July 4, 20258:50 am

বিহারের মুজফফরপুরে এক ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ভুয়ো তান্ত্রিকের বিরুদ্ধে। অসুস্থতা থেকে মুক্তি পেতে ওই মহিলা স্থানীয়দের পরামর্শে স্বামী সহ ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। অভিযোগ, চিকিৎসার নামে তান্ত্রিক দু’দিন ধরে ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। দ্বিতীয় দিন অত্যাচারের মাত্রা বাড়লে মহিলার পেটে ব্যথা শুরু হয় এবং তিনি সাহসে ভর করে স্বামীকে সমস্ত ঘটনা জানান।
ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত তান্ত্রিক পলাতক। নির্যাতিতা ও তাঁর স্বামী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় হাসপাতালে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।