অপরাধের শিকার নিরীহ প্রাণী, নিন্দার ঝড় নেটদুনিয়ায়
July 4, 20258:57 am

সম্প্রতি পুণেতে এক তরুণীর বিরুদ্ধে বিড়ালের ওপর নির্মম অত্যাচারের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ওই তরুণী একটি বিড়ালকে বারবার শূন্যে ছুঁড়ে ফেলছে এবং মাটিতে আছড়ে মারছে। তার ঘরে ঢোকার চেষ্টা করায় বিড়ালটিকে চড় মারতেও দেখা যায়। এই নৃশংস ঘটনায় নেটনাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
জানা গেছে, অভিযুক্ত তরুণী ছত্তিশগড়ের বাসিন্দা এবং পুণেতে তার সঙ্গীর সঙ্গে থাকেন। সোসাইটি ফর অ্যানিমেল সেফটি-এর সদস্যরা তার পরিচয় শনাক্ত করলেও সুরক্ষার কারণে নাম প্রকাশ করেননি। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে।