শাহবাজ শরিফের সহযোগীর বিস্ফোরক মন্তব্য, ব্রহ্মোস রুখতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, সেই মুহূর্তে পাকিস্তানের হাতে মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড সময় ছিল এটি বিশ্লেষণ করার জন্য যে ক্ষেপণাস্ত্রটিতে পরমাণু অস্ত্র ছিল কি না। এই অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কতটা বিপজ্জনক ছিল, তা উল্লেখ করে সানাউল্লাহ তৎকালীন পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
সানাউল্লাহর এই মন্তব্যের পর পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও দাবি করা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারত একাধিক পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালায়, যাতে রানওয়ে, হ্যাঙ্গার ও ভবনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতীয় বিমানবাহিনীর এই হামলায় লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন-এর ১০০-র বেশি জঙ্গি নিহত হয়। এরপর উভয় দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা থাকলেও, শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।