নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের গতিবিধির ওপর নজর মনোজিতের! থানায় অভিযোগ হতেই কাকে ফোন?

কসবা ল কলেজে ছাত্রীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্র নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যদের গতিবিধির উপর নজর রাখছিলেন বলে অভিযোগ। ২৬ জুন সকাল থেকে মনোজিৎ ও জইব তাঁদের উপর নজর রাখছিলেন। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হচ্ছে নিশ্চিত হতেই মনোজিৎ এক আইনজীবীকে ফোন করেন। আইনি পরামর্শের জন্যই এই ফোন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই মামলার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে, যেখানে উইমেন গ্রিভান্স সেল এবং সাইবার বিভাগের অফিসাররাও থাকবেন। ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা গেছে, মনোজিতের নির্দেশেই সাউথ ক্যালকাটা ল কলেজের গেটে থাকা রেজিস্টার বুক সরিয়ে ফেলা হয়েছিল। পিনাকীর দাবি, মনোজিৎ যখন তখন বাইরের লোক নিয়ে কলেজে আসতেন এবং ইউনিয়ন রুমে আড্ডা বসাতেন, যার সুবিধার জন্যই রেজিস্টার বুক বন্ধ করে দেওয়া হয়েছিল।