সন্তানকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর, ১৫ বছর পর ছেলের কাছে আশ্রয় প্রার্থনা

এক হৃদয়বিদারক ঘটনায়, নিজের সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা এক বৃদ্ধা ১৫ বছর পর সেই ছেলের কাছেই আশ্রয় চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ছেলে পাল্টা মামলা করেন। বিচারপতি অমৃতা সিনহা মানবিকতার খাতিরে বৃদ্ধার আরজিতে সাড়া দিয়ে নাবিক পুত্রকেই তাঁর দেখভালের দায়িত্ব দিয়েছেন।
জানা গেছে, ইন্দ্রাণী রায় নামের ওই মহিলা প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান। মামার বাড়িতে বড় হওয়া সেই ছেলে বর্তমানে নাবিক। দীর্ঘ ১৫ বছর মায়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ মায়ের ভরণপোষণ চেয়ে করা মামলায় হতবাক হয়ে ছেলে পাল্টা অভিযোগ করেন যে, যখন তাঁর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তিনি পাশে ছিলেন না। তবুও, আদালত বৃদ্ধার শেষ বয়সের খাবার ও ওষুধের আবেদন মঞ্জুর করে ছেলেকে মায়ের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।