ট্রাম্পের স্বপ্নপূরণ! মার্কিন কংগ্রেসে পাশ হলো ঐতিহাসিক ‘বিগ বিউটিফুল’ বিল
July 4, 20259:41 am
ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত ‘বিগ বিউটিফুল’ (BB) বিলটি অবশেষে মার্কিন কংগ্রেসে ২১৮-২১৪ ভোটে পাশ হয়েছে। ৪.৫ ট্রিলিয়ন ডলারের এই বিশাল ট্যাক্স কাট এবং ব্যয় হ্রাস সংক্রান্ত বিলটি রিপাবলিকান-নেতৃত্বাধীন হাউসে তীব্র বিতর্কের পর গৃহীত হয়েছে, যা ট্রাম্পের জন্য এক বিরাট সাফল্য। এই বিল পাশ হওয়ার মধ্য দিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।
এখন শুধু প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন। এর ফলে বিলটি আইনে পরিণত হবে এবং মার্কিন অর্থনীতির উপর এর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই বিল পাশ হওয়ায় ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান শিবিরে এখন উৎসবের মেজাজ।