কোটি কোটি টাকার দুর্নীতি, কোর্টের নির্দেশে বেকায়দায় প্রাক্তন তৃণমূল প্রধান!

মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের নামে প্রায় ১৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বিপাকে পড়েছেন প্রাক্তন তৃণমূল প্রধান সেরিনা বিবি। বুধবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সেরিনাকে অবিলম্বে ৬১ লক্ষ ৫৭ হাজার ৭৯৭ টাকা ফেরত দিতে হবে। একই সাথে, পুলিশকে সম্পূর্ণ তদন্ত করে বাকি অর্থ উদ্ধারেরও নির্দেশ দেওয়া হয়েছে, যা রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে এই দুর্নীতির ঘটনা ঘটে বলে অভিযোগ। সেরিনা বিবি নাকি ইচ্ছাকৃতভাবে এক লক্ষ টাকার নিচে প্রতিটি প্রকল্পের বরাদ্দ দেখাতেন, যাতে কোনো টেন্ডার ছাড়াই কাজ নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে পাইয়ে দিতে পারেন। স্থানীয় বাসিন্দা মহম্মদ নিজামুদ্দিনের অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়, যেখানে তিনি ১৪-১৫ কোটি টাকার দুর্নীতির দাবি করেছেন এবং নিজের নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ক্যাগ (CAG) তদন্তে এলে সেরিনা বিবি তাঁর লোক দিয়ে বাধা সৃষ্টি করেন বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মালদহে তৃণমূল কংগ্রেস তীব্র অস্বস্তিতে পড়েছে, যদিও জেলা নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।