মার্কিন ফ্লাইটে ভারতীয় বংশোদ্ভূত যাত্রীর হাতে সহযাত্রী আক্রান্ত, ভাইরাল ভিডিও

আমেরিকায় ফিলাডেলফিয়া থেকে মায়ামিগামী একটি বিমানে এক ভারতীয় বংশোদ্ভূত যাত্রীর হাতে আক্রান্ত হয়েছেন এক সহযাত্রী। ২১ বছর বয়সী ঈশান শর্মা নামে ওই যাত্রী বিমান ওড়ার সময়ই সহযাত্রী কিনু ইভান্সের উপর চড়াও হন এবং তাঁর গলা চেপে ধরেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য যাত্রীরা তাদের থামাতে এগিয়ে আসছেন। ঘটনার পর ঈশান শর্মাকে ফিলাডেলফিয়ায় গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ৩০শে জুন ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইটে এই ঘটনা ঘটে। অভিযোগকারী কিনু ইভান্স পুলিশকে জানান, ঈশান শর্মা বিনা প্ররোচনাতেই তাঁর উপর হামলা করেন। ইভান্সের দাবি, ঈশান তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন এবং বিমানেই তাঁর গলা টিপে ধরেন। যদিও ঈশানের আইনজীবীর দাবি, ঈশান ধ্যান করছিলেন এবং তাঁর পিছনের আসনে বসা যাত্রী তা পছন্দ না করায় এই ঘটনার সূত্রপাত।