সৌরভের চোখে সর্বকালের সেরা! গিলের ব্যাটিং দেখে মুগ্ধ মহারাজ, বললেন ‘ত্রুটিহীন মাস্টার ক্লাস’
July 4, 202512:26 pm
শুভমান গিলের দুরন্ত ২৬৯ রানের ইনিংস মাঠে বসে সস্ত্রীক উপভোগ করে আপ্লুত মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে সৌরভ বলেছেন, “গিলের একটা অসাধারণ ইনিংস খেলল। মাস্টার ক্লাস। একেবারেই ত্রুটিহীন ছিল। ইংল্যান্ডে আমার দেখা যে কোনো যুগের সেরা ইনিংসগুলির মধ্যে একটি।” এই ইনিংস ভারতের জয়ে বড় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
সৌরভ আরও উল্লেখ করেছেন যে গত কয়েক মাসে শুভমান গিল অবিশ্বাস্য উন্নতি করেছেন। তার মতে, সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং গিলের স্বাভাবিক জায়গা ছিল না, কিন্তু এখন সে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। ভারতের এই টেস্ট ম্যাচ যদি জেতে, তাহলে গিলের এই ইনিংসের গুরুত্ব আরও বাড়বে বলে বিশ্বাস সৌরভের।