কসবা কান্ড : ধর্ষণে বাধা! নির্যাতিতার মাথায় নৃশংস আঘাত

কসবার আইন কলেজে এক ছাত্রীর উপর গণধর্ষণের চেষ্টার ঘটনায় মনোজিৎ মিশ্র নামে অভিযুক্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা যখন ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ করেন, তখন ক্ষিপ্ত হয়ে মনোজিৎ তাঁর মাথা দেওয়ালে ও বিছানায় ঠুকে দেন। ইউনিয়ন রুমের ওয়াশরুমে প্রথমে তাঁকে জোর করে নিয়ে যাওয়ার সময়ও মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। এমনকী, ধর্ষণে বাধা পেয়ে মনোজিৎ হকিস্টিক দিয়ে নির্যাতিতাকে মারারও চেষ্টা করেন, যা থেকে গুরুতর ক্ষতি হতে পারত। লালবাজারের গোয়েন্দা বিভাগের তদন্তে এসব তথ্য উঠে এসেছে, এবং এই নৃশংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা ধারায় মামলা করা হয়েছে।
ঘটনার পর মনোজিৎ বুঝতে পারেন যে কসবা থানায় তাঁর ও সহঅভিযুক্তদের বিরুদ্ধে মামলা হতে চলেছে। তখন তিনি এক পরিচিত আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে মামলা থেকে রেহাই পাওয়ার উপায় খোঁজেন। পুলিশের জেরায় নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার পর তিনি গার্ড রুমে একবারই প্রবেশ করেছিলেন, কিন্তু বিছানায় শোননি। পুলিশ ঘরটি তছনছ অবস্থায় পায়, এবং নির্যাতিতার দেওয়া বিবরণের সঙ্গে তা মিলে যায়। তদন্তে জানা গেছে, মনোজিৎ নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছিলেন যেন রেজিস্ট্রারে কারও নাম না লেখা হয়, যেখানে তাঁর বন্ধুরা মদ্যপানের আসর বসাতেন। পুলিশ এই রেজিস্ট্রার খাতা বাজেয়াপ্ত করে তদন্ত চালাচ্ছে।