চোরের যুগল! লন্ডনে ললিত-বিজয়ের উৎসব! গানে-নাচে মেতে উঠলেন দুজনে

চোরের যুগল! লন্ডনে ললিত-বিজয়ের উৎসব! গানে-নাচে মেতে উঠলেন দুজনে

লন্ডনের এক জমকালো সামার পার্টিতে দুই পলাতক ঋণখেলাপি ললিত মোদি ও বিজয় মালিয়াকে একসঙ্গে গান গাইতে দেখা গেছে। ললিত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি গান ধরতেই বিজয় মালিয়া এসে গলা মেলান। প্রায় ৩১০ জন অতিথির উপস্থিতিতে রাতভর চলা এই পার্টিতে ক্রিস গেইলের মতো তারকারাও হাজির ছিলেন। গেইল পার্টির শেষে ললিতকে তাঁর সই করা ব্যাট উপহার দেন। ললিত ক্যাপশনে লেখেন, “প্রতি বছরের মতো এবারও আমার বাড়িতে সামার পার্টি হল। দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের ধন্যবাদ।” তিনি রসিকতা করে বলেন, “এই ভিডিও বিতর্ক তুলতে পারে, তবে আমি তো বিতর্কই ভালো করি!” এই পোস্টে বিজয়কেও ট্যাগ করেছেন তিনি। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, কেন এই দুই পলাতককে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হচ্ছে না?

বিজয় মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপ ও ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি তাঁকে ধরতে মরিয়া, কিন্তু তিনি ব্রিটেনে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, দাবি করছেন তিনি কোনো চুরি করেননি। অন্যদিকে, ললিত মোদির বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ। ইডি-সহ একাধিক সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান আইনি জটিলতা এড়াতে দেশ ছেড়েছিলেন। কিন্তু এই দুই ঋণখেলাপি যেন আইনের ধরাছোঁয়ার বাইরে। লন্ডনে গলাগলি করে নাচ-গানে মেতে উঠে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন তাঁরা।

View this post on Instagram

A post shared by Lalit Modi (@lalitkmodi)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *