মার্কিন সংস্থার কারচুপি ভারতীয় শেয়ার বাজারে, সেবির কড়া পদক্ষেপ
July 4, 20251:57 pm

ভারতীয় শেয়ার বাজারে কারচুপির অভিযোগে মার্কিন ট্রেডিং সংস্থা জেন স্ট্রিটের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে সেবি। অভিযোগ, এই সংস্থা বেআইনিভাবে বাজার থেকে ৩৬,৫০০ কোটি টাকা মুনাফা করেছে। সেবি একটি অন্তর্বর্তী আদেশে ৪,৮৪৩ কোটি টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। তদন্ত শেষ হলে সংস্থাটির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আসতে পারে।
জেন স্ট্রিট একটি উচ্চ-ফ্রিকোয়েন্সি ট্রেডিং সংস্থা, যারা খুব অল্প সময়ে শেয়ার কেনাবেচা করে। এই প্রযুক্তির অপব্যবহার করে তারা ফিউচার এবং অপশনস ট্রেডিংয়ের মাধ্যমে ভারতীয় বিনিয়োগকারীদের কোটি কোটি টাকার লোকসান করিয়েছে। সংস্থাটি ২১টি ট্রেডিং সেশনে এই কারচুপি চালিয়েছে বলে অভিযোগ।