কথাবাচক অনিরুদ্ আচার্যের পরামর্শ মেনেও যুবককে খুন! চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে

মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা ৪৯ বছর বয়সী অতিথি শিক্ষক ইন্দ্রকুমার তিওয়ারিকে উত্তরপ্রদেশের কুশীনগরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছিল একটি ভাইরাল ভিডিও থেকে। সেই ভিডিওতে ইন্দ্রকুমার জব্বলপুরের রিমঝা এলাকায় আয়োজিত স্বামী অনিরুদ্ আচার্যের ভাগবত কথা চলাকালীন জনসমক্ষে তাঁর বিয়ের সমস্যা নিয়ে কথা বলেছিলেন। সেই সময় অনিরুদ্ আচার্য তাঁকে বিয়ের বদলে ভজন করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ইন্দ্রকুমার সংসার জীবন কাটাতে চেয়েছিলেন।
সম্প্রতি এই ঘটনায় মুখ খুলেছেন স্বামী অনিরুদ্ আচার্য মহারাজ। তিনি জানান, একটি মুসলিম মহিলা এবং কয়েকজন যুবক ওই ভিডিওটি দেখে হিন্দু পরিচয়ে ইন্দ্রকুমারের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। সরলমনা ইন্দ্রকুমার সেই ফাঁদে পা দেন এবং দেড় লক্ষ টাকা ও গহনা নিয়ে নিজের জমি বন্ধক রেখে তাদের কাছে যান। কিন্তু এটি একটি বড় ষড়যন্ত্র ছিল। ওই মহিলা পূর্বেই বিবাহিত ছিলেন এবং স্বামী-স্ত্রী মিলে ইন্দ্রকুমারকে প্রতারণা করে তাঁর সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিয়ে তাঁকে হত্যা করে। অনিরুদ্ আচার্য এই ঘটনাকে ‘ধর্মহীনতা’ আখ্যা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।