জিতু কমলের কাণ্ড! কাকে জড়িয়ে ধরে বললেন ‘আসাম্ভব সুন্দর’?
July 4, 20252:12 pm

নবনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা জিতু কমলের প্রেম জীবন নিয়ে নানা জল্পনা ছিল। সম্প্রতি সেই সব জল্পনার অবসান ঘটিয়ে একটি মজার ভিডিও পোস্ট করে জিতু নিজেই চমকে দিলেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক মহিলাকে পিছন থেকে জড়িয়ে ধরে জিতু বলছেন, “তোমার ওই দুটো চোখ পটল চেরা, আসাম্ভব সুন্দর।” কিন্তু ভিডিওর শেষে রহস্য ফাঁস হয়। দেখা যায়, তিনি কোনও মহিলাকে নয়, একটি ম্যানিকুইনকে জড়িয়ে ধরেছেন।
এই হাসির ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজার ছলে নানা মন্তব্য করতে থাকেন। কেউ জিতুর অভিনয়ের প্রশংসা করে আরও রোম্যান্টিক দৃশ্যের আবদার করেন, আবার কেউ ম্যানিকুইনের জায়গায় নিজেকে কল্পনা করে মজার মন্তব্য করেন। জিতুর এই রসিকতা তাঁর অনুরাগীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।