পরমাণু অস্ত্র ইস্যুতে কিম জং উনের চরম ক্ষোভ! ভারতসহ ৪ দেশের উপর কেন চটলেন উত্তর কোরিয়ার একনায়ক?

পরমাণু নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কোয়াডভুক্ত দেশগুলোর (আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া) কঠোর সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সূত্রে খবর, কিম জং উন এই চার দেশের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাইবার হামলা নিয়ে আমেরিকার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন। তাঁর সরকার দাবি করেছে যে, আমেরিকা উত্তর কোরিয়া থেকে সাইবার হামলা চালানোর বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
জুলাই মাসের শুরুতে ওয়াশিংটনে অনুষ্ঠিত কোয়াড বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়েছিল এবং এর প্রেক্ষিতেই উত্তর কোরিয়া পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। বৈঠকের পর কোয়াডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যে, কিমের দেশ ক্রমাগত পরমাণু অস্ত্র তৈরি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধি লঙ্ঘন করছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ব্রিটেন, আমেরিকা ও দক্ষিণ কোরিয়া দাবি করেছিল যে, উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর গোপন পারমাণবিক ও সামরিক তথ্য চুরির চেষ্টা করছে, যার লক্ষ্য ছিল ভারতসহ আরও কয়েকটি দেশ।