মুরথলে এক পরোটার দাম ১০০০ টাকার বেশি! বিল দেখে হতবাক সকলে
July 4, 20254:58 pm

হরিয়ানার বিখ্যাত মুরথলের একটি ধাবায় একটি পরোটা ও এক বোতল জলের বিল এসেছে ১,১৮৪ টাকা, যা দেখে হতবাক এক ব্যক্তি। এই বিলের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই আকাশছোঁয়া দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই বিলের সত্যতা যাচাই করেনি ডেইলিহান্ট, তবুও এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।
সোনিপথ জেলার মুরথল তার সুস্বাদু পরোটার জন্য পরিচিত। এখানে দূর-দূরান্ত থেকে মানুষ পরোটার স্বাদ নিতে আসেন। এমনই এক ভোজনরসিক রেশম ধাবায় একটি পরোটা খেতে গিয়েছিলেন, যার বিল দেখে তিনি রীতিমতো চমকে ওঠেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি মাত্র পরোটার দাম ধার্য করা হয়েছে ১,০৯৯ টাকা, সঙ্গে জলের বোতলের দাম যোগ হয়ে মোট বিল হয়েছে ১,১৮৪ টাকা। এই অস্বাভাবিক দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে।