বিজেপি নেতার স্ত্রী-সন্তান নিখোঁজ, আর্থিক লেনদেনের জল্পনা

মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক বিজেপি বুথ সভাপতির স্ত্রী, কন্যা এবং পুত্র।1 গত ১ জুন চিমনগঞ্জ থানায় এই নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী দীপক শর্মা জানান, তাঁর স্ত্রী সীমা (৪৫), মেয়ে পলক শর্মা (২১) এবং ছেলে রুদ্র শর্মা (১৪) একটি শ্রাদ্ধের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু তারপর আর ফিরে আসেননি। তিনি আরও দাবি করেন, তাদের সঙ্গে ব্রোকারি ব্যবসার প্রায় চার লক্ষ টাকাও ছিল।2
পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, নিখোঁজ ব্যক্তিরা নিজেদের সঙ্গে বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছেন এমন কোনো প্রমাণ এখনও মেলেনি। অতিরিক্ত এসপি নিতেশ ভার্গব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রতিবেশীদের বয়ান অনুযায়ী দীপক শর্মার পরিবারের প্রতি আচরণ ভালো ছিল না, যার জেরে তারা বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকতে পারেন। প্রতিবেশীদের সঙ্গেও দীপকের বিবাদের ঘটনা ঘটেছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।