কলকাতা বিস্ফোরণ! বিকৃত ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ, কেন নীরব ছিলেন রাজন্যা?
July 4, 20256:29 pm

কলকাতা: কসবা কাণ্ডের পর অবশেষে মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার। তিনি অভিযোগ করেছেন, তাঁর বিকৃত ছবি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। জুনিয়রদের সেই ছবি দেখিয়ে বিকৃত আনন্দ উপভোগ করা হত। রাজন্যা জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যার কারণে এতদিন তিনি কোনো অভিযোগ করেননি। দলের সম্মান রক্ষার্থে তিনি নীরব ছিলেন বলেও দাবি করেন।
যদিও এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে রাজন্যার দেরিতে মুখ খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, টিএমসিপি-র রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি, অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।