কনিষ্ঠতম বিধায়কের বাড়িতে ইডির হানা, রাজনৈতিক মহলে শোরগোল

সবচেয়ে কম বয়সে বিধায়ক হওয়ার রেকর্ড গড়া এবং নারীশক্তির প্রতীক হিসেবে ঘোড়ায় চড়ে বিধানসভায় যাওয়া সেই নারী নেত্রীর বাড়িতে শুক্রবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কংগ্রেস বিধায়ক আম্বা প্রসাদের ঝাড়খণ্ডের বিভিন্ন ঠিকানায় এই অভিযান চালানো হয়। বর্তমান ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-প্রভারী আম্বা প্রসাদ একজন আইনজীবী ও সমাজকর্মী হিসেবেও পরিচিত। তাঁর বাবা যোগেন্দ্র সাও এবং মা নির্মলা দেবীও বিধায়ক ছিলেন। বাবা-মায়ের জেল হওয়ার পরিস্থিতিতে ইউপিএসসি প্রস্তুতি ছেড়ে রাজনীতিতে আসেন আম্বা।
আম্বা প্রসাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় ইডি এই পদক্ষেপ নিয়েছে। শুক্রবার রাঁচি-সহ মোট আটটি জায়গায় অভিযান চালায় ইডি। আম্বা প্রসাদের সমর্থকরা এই অভিযানকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন। ইডি সূত্রে খবর, এখনও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।