শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, শিলিগুড়ির কলেজগুলিতে বাড়তি সিসিটিভি

কসবা কাণ্ডের জেরে রাজ্যজুড়ে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে শিলিগুড়ির কলেজগুলো আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। শহরের একাধিক কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা বাড়াতে বাড়তি নজরদারির উদ্যোগ নিয়েছে। যেসব স্থানে এখনো সিসিটিভি নেই, সেখানে দ্রুত ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেসব কলেজে ক্যামেরা রয়েছে, সেগুলো হালনাগাদ করে আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কলেজের প্রতিটি অংশ ক্যামেরার আওতায় আসে।
শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ অত্যন্ত চিন্তিত। কলেজে আরও প্রায় ৭০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রতিটি কোনা-কানাচে নজর রাখা যায়। সূর্যসেন কলেজেও আগে থেকেই ১৪২টি সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে, যা ক্লাসরুম, ক্যান্টিন, এবং কলেজের ভেতরের ও বাইরের সব অংশে নজরদারি নিশ্চিত করছে। এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে সহায়ক হবে।