বৈদ্যবাটি জোড়া খুন, নেপথ্যে পরকীয়া ও প্রতিশোধ

হুগলির বৈদ্যবাটিতে নৃশংসভাবে খুন হওয়া যুগলের খুনের কিনারা করল পুলিশ। পরকীয়া এবং পুরনো সম্পর্কের টানাপোড়েনই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে জানা গেছে। ঘটনার মাত্র দেড় দিনের মধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো অর্জুন পাশোয়ান ও নাসিরুদ্দিন শেখ। নিহত তরুণীর বোনের প্রাক্তন প্রেমিক অর্জুন।
পুলিশের তদন্তে জানা যায়, নিহত অপর্ণা মাঝির বোন রিম্পার সঙ্গে অর্জুনের সম্পর্ক ছিল। রিম্পা সেই সম্পর্ক থেকে সরে আসার পর অর্জুন তাকে উত্ত্যক্ত করত। অপর্ণা তখন তার বোনের পাশে দাঁড়িয়ে অর্জুনকে সতর্ক করেন। এই অপমান থেকেই অর্জুন প্রতিশোধের পরিকল্পনা করে। বুধবার শিয়ালদা থেকে ছুরি কিনে বৈদ্যবাটিতে এসে ঘুমন্ত অপর্ণা ও মনীশের উপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অর্জুন ও তার সহযোগী নাসিরুদ্দিনকে জগদীশপুর ও মহেশতলা থেকে গ্রেপ্তার করা হয়।