বোলপুর বালিকা বিদ্যালয়ে ছাত্রীর ওপর ব্লেড হামলা, ব্যাপক চাঞ্চল্য
July 5, 20257:53 am

শতাব্দীপ্রাচীন বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীর ওপর একাদশ শ্রেণির দুই ছাত্রীর অতর্কিত হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার দুপুরে ক্লাস চলাকালীন স্কুলের বাথরুমে ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে ওই ছাত্রীর হাত কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আহত ছাত্রীকে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি।
আক্রান্ত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাকে প্রথমে মারধর করা হয় এবং পরে হাত কেটে দেওয়ার পাশাপাশি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। অভিভাবকদের অভিযোগ, স্কুল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সংবাদমাধ্যমে মুখ না খোলার জন্য শিক্ষিকাদের সতর্ক করা হয়েছে।