২১ জুলাইয়ের আগে বাংলায় মোদির সভার আর্জি, রাজ্য বিজেপির

তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা আয়োজনের মাধ্যমে বড় চমক দিতে চাইছে রাজ্য বিজেপি। আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রীর বিহারে একটি জনসভা করার কথা রয়েছে। এই বিহার সফরের আগে অথবা পরে পশ্চিমবঙ্গের কোনো একটি স্থানে প্রধানমন্ত্রীকে সভা করার জন্য বঙ্গ বিজেপির পক্ষ থেকে শুক্রবার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়া শমীক ভট্টাচার্য দলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে এই আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বার্তা দেবেন। এর তিন দিন আগে মোদির সম্ভাব্য জনসভা গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে এবং এটি একটি বড় রাজনৈতিক চমক হবে। এর মাধ্যমে রাজ্য বিজেপি বাংলায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। যদিও নয়াদিল্লি থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সভার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।