গাছের স্বাস্থ্য পরীক্ষায় জোর মেয়রের, বিপদ এড়াতে উদ্যোগ
July 5, 20259:18 am

শহরের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কলকাতা পৌরসংস্থা এবার গাছের স্বাস্থ্য পরীক্ষা শুরু করবে। মেয়র ফিরহাদ হাকিম এই নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিককালে হাওড়া এবং রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, যা কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। এই স্বাস্থ্য পরীক্ষায় গাছের শিকড় কতটা মজবুত, কাণ্ডে পোকামাকড় ধরেছে কিনা, বা গাছ হেলে আছে কিনা, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
পৌরসভা সূত্রে খবর, কলকাতায় প্রায় আড়াই লক্ষ মাঝারি ও বড় গাছ রয়েছে। মেয়র নির্দেশ দিয়েছেন যে সব গাছেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এতে করে ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।