আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, জানাল নির্বাচন কমিশন
July 5, 20257:45 am

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এর পরিপ্রেক্ষিতে কমিশনও বিষয়টি মেনে নিয়েছে। তারা জানিয়েছে, বিহারে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজে আধার নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়, এবং ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগের বিষয়টিও আবশ্যিক নয়।
কমিশন আরও জানিয়েছে যে আধার নাগরিকত্ব বা বয়স ও জন্মস্থানের প্রমাণপত্র নয়, তাই ভোটার তালিকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শুক্রবার কমিশনের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দলের পক্ষ থেকে এই আপত্তির কথা জানানো হয়েছিল।