কলকাতা পুলিশের জালে সাউথ কলকাতা ল কলেজ, বাজেয়াপ্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার

কলকাতা পুলিশ সাউথ কলকাতা ল কলেজের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের হাজিরা রেজিস্টার বাজেয়াপ্ত করেছে। কলেজ থেকে মনোজিৎ মিশ্রের স্যালারি স্লিপের কাউন্টার পার্ট ও তাঁর অস্থায়ী কর্মী হিসেবে সই করা হাজিরা খাতাও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, গভর্নিং বডির সুপারিশে মনোজিতের চাকরি হয়েছিল। প্রভাবশালীদের সুপারিশে চাকরি হয়েছিল কিনা, সেই তথ্য আদালতে পেশ করার জন্য গোয়েন্দারা প্রমাণ সংগ্রহ করছেন।
এদিকে, সোমবার থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার চেষ্টা চলছে। কলেজের ভাইস প্রিন্সিপাল পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে টেলিফোনিক বৈঠক করেছেন। এই বৈঠকে সমিতির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। ফার্স্ট সেমিস্টারের যেসব শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের জন্যও ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে। শুক্রবার রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে নোটিস দেবে এবং সরকার মনোনীত প্রতিনিধিকে সোমবার কলেজে যেতে বলা হয়েছে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীদের প্রবেশ-প্রস্থান এবং অন্যান্য কক্ষের ব্যবহার নিয়ে আলোচনা চলছে, যাতে কোনো তথ্যপ্রমাণ নষ্ট না হয়।