বার্থ সার্টিফিকেটে বাবা নয়, মায়ের পদবি চেয়ে আবেদন নাবালকের! আর্জি শুনে কী বলল হাইকোর্ট?

কলকাতায় এক ১৪ বছর বয়সী নাবালক তার জন্ম শংসাপত্রে বাবার পদবির বদলে মায়ের পদবি ব্যবহারের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলাকারীর বাবাকে এই প্রক্রিয়ায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ওই দম্পতির বিয়ে হয় এবং ২০১১ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়। জন্মের দুই মাসের মধ্যেই দাম্পত্য কলহের জেরে তারা আলাদা থাকতে শুরু করেন এবং ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলেটি মায়ের কাছেই থাকত এবং তার আধার কার্ড, পাসপোর্ট-সহ অন্যান্য নথিতে মায়ের পদবি ব্যবহার করত। সম্প্রতি নবম শ্রেণীতে ভর্তির সময় স্কুলের রেজিস্ট্রেশনে পদবি সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় চন্দননগর পৌরসভায় আবেদন করা হলেও তা নাকচ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে, জন্ম শংসাপত্রে মায়ের পদবি ব্যবহারের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেছে ওই নাবালক। এই মামলার পরবর্তী শুনানি ৯ জুলাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *