পটলডাঙা স্ট্রিটে সে কী কাণ্ড, দরজার বাইরে হাজির পাওনাদার ও পুলিশ! কাকা-ভাইপোর রহস্যমৃত্যু
July 5, 20258:06 am

কলকাতার পটলডাঙা স্ট্রিটের একটি বাড়ি থেকে কাকা ও ভাইপোর মৃতদেহ উদ্ধার হয়েছে। ৪৫ নম্বর পটলডাঙা স্ট্রিটের বাসিন্দা পলাশ বসু ওরফে মৃণাল বসু এবং তাঁর ভাইপো নীলাঞ্জন বসুর ঘর থেকে শুক্রবার বিকেলে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়। পাওনাদাররা এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পরে বাড়িওয়ালা এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে দু’জনের দেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা আত্মহত্যা করেছেন। মৃতদেহ দু’টিতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘর থেকে কীটনাশকের বোতলও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি ঋণের কারণে পরপর একাধিক পরিবারের আত্মহত্যার পথ বেছে নেওয়ার সাম্প্রতিক প্রবণতাকে আবারও সামনে আনল।