কলকাতার ম্যালেরিয়া চিত্রে রেকর্ড ভাঙল, প্রকাশ্যে এল কেন্দ্রীয় রিপোর্ট

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত ২০২৪ সালের ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের ম্যালেরিয়া মানচিত্রে কলকাতার স্থান ষষ্ঠ। গত তিন বছর ধরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যার নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও, এবার তা কিছুটা কমেছে। দেশের মোট ৭৭৫টি জেলার মধ্যে কলকাতা ১০,১৭৭ জন আক্রান্ত নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এই তালিকায় কলকাতার আগে রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও গোড্ডা এবং ওড়িশার কালাহান্ডি, রায়গাড়া ও কন্দমল জেলা।
বর্ষার শুরুতেই মশার উপদ্রব বৃদ্ধির মধ্যে এই রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, দেশের মাত্র সাতটি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দশ হাজার অতিক্রম করেছে, যার মধ্যে মেট্রো শহরগুলির মধ্যে একমাত্র কলকাতা রয়েছে। যদিও ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১৭,০০২ জন, ২০২২ সালে ২৭,২০৯ জন এবং ২০২১ সালে ২১,২৯০ জন, সেই তুলনায় এবারের সংখ্যা কিছুটা কম হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক।