বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের লজ্জাজনক রেকর্ড, ভারতের দাপট অব্যাহত

বার্মিংহাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৪০৭ রানে। তবে এই ম্যাচে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের ছয়জন ব্যাটার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ শূন্য রানের রেকর্ড। এর আগে টেস্টের ইতিহাসে নবমবারের মতো এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে কোনো দলের ছয়জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। এর আগে সর্বশেষ ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সাক্ষী হয়েছিল ভারত।
ইংল্যান্ডের হয়ে শূন্য রানে আউট হওয়া ব্যাটাররা হলেন বেন ডাকেট, অলি পোপ, বেন স্টোকস, ব্রায়ডন কার্স, জশ টাং এবং শোয়েব বশির। ভারতের হয়ে মহম্মদ সিরাজ তার বিধ্বংসী বোলিংয়ে ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন, এবং বাকি চারটি উইকেট নেন আরেক পেসার আকাশ দীপ। তৃতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে এবং ২৪৪ রানের লিড নিয়ে বেশ মজবুত অবস্থানে রয়েছে।