অনুমতি ছাড়াই যৌনাঙ্গ কেটে বাদ! চিকিৎসকের বিরুদ্ধে মামলা যুবকের

চিকিৎসকের চরম গাফিলতির শিকার হয়ে যৌনাঙ্গ হারালেন ২৮ বছর বয়সী এক যুবক। এই অভিযোগে আসামের কাছাড় জেলার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান। তাঁর দাবি, গোপনাঙ্গে সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে গেলে বায়োপসির নাম করে তাঁকে অজ্ঞান করে সম্পূর্ণ যৌনাঙ্গই কেটে বাদ দেওয়া হয়েছে, যা তাঁর বিনা অনুমতিতে ঘটেছে। এখন দৈনন্দিন জীবনযাপনে তিনি চরম সমস্যার সম্মুখীন।
আতিকুর রহমান ১৯ জুন গোপনাঙ্গের সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান তাঁর যৌনাঙ্গ নেই। চিকিৎসক কোনও সদুত্তর দিতে পারেননি। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত আতিকুর দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন এবং বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে হাসপাতাল বা সংশ্লিষ্ট চিকিৎসকের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।