টার্গেট পূরণে ব্যর্থ কর্মীরা, নগ্ন ছবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ বিদেশি সংস্থার বিরুদ্ধে
July 5, 20259:06 am

জাপানের ওসাকার নিও কর্পোরেশন নামে একটি সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। কর্মীদের বিক্রি সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় তাঁদের নগ্ন ছবি তুলতে বাধ্য করা এবং শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ করেছেন প্রাক্তন কর্মীরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ প্রাক্তন কর্মী এই বিষয়ে মামলা দায়ের করেছেন, যেখানে তাঁরা বেতন কেটে নেওয়া এবং কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ এনেছেন।
অভিযোগকারীদের দাবি, বিক্রি সংক্রান্ত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ম্যানেজার তাঁদের জনসমক্ষে চড় মারতেন, বেতন কেটে নিতেন এবং এমনকি যৌনাঙ্গে আঘাতও করতেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। প্রাক্তন কর্মীরা ১ লক্ষ ৩২ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছেন। যদিও সংস্থা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন।