নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালক! ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ বেসামরিক সম্মান, ‘দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ প্রদান করা হয়েছে। শুক্রবার এই সম্মাননা ঘোষণা করা হয়, যা প্রধানমন্ত্রীর বৈশ্বিক নেতৃত্ব, ভারতীয় প্রবাসীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং কোভিড-১৯ মহামারীর সময় তার মানবিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্মাননা পাওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন যে, এটি দুই দেশের মধ্যে চিরন্তন ও গভীর বন্ধুত্বের প্রতীক।
পাঁচটি দেশের সফরের দ্বিতীয় ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশটিতে দু’দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ২৫তম বারের মতো কোনো বিদেশি রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সম্মাননা লাভ করলেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর বৃহস্পতিবার এই পুরস্কারের ঘোষণা দেন এবং নরেন্দ্র মোদীর এই সফরকে দুই দেশের জন্য গর্ব ও ঐতিহাসিক সংযোগের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী মোদীই প্রথম বিদেশি নেতা যিনি ত্রিনিদাদ ও টোবাগোর এই জাতীয় সম্মানে ভূষিত হলেন।