ছুটিতে এসে স্ত্রীকে গুলি করে হত্যা জওয়ানের, গুরুতর আহত শ্যালিকা
July 5, 20259:33 am

জম্মু ও কাশ্মীর থেকে ছুটিতে বাড়ি ফিরে পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক সেনা কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। জানা গিয়েছে, অভিযুক্ত সেনা কর্মী তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি গিয়েছিল। সেখানেই বচসার জেরে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করে।
এই ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে এবং তার শ্যালিকা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত সেনা কর্মী নিজে থেকেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।