ইতিহাস গড়লেন শুভ্রাংশু শুক্লা! মহাকাশে দীর্ঘতম সময় কাটানো ভারতীয় নভোচারী

ভারতীয় নভোচারী শুভ্রাংশু শুক্লা মহাকাশে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো ভারতীয় হিসেবে রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা সোভিয়েত ইন্টারকসমোস কর্মসূচির অধীনে মহাকাশে ৭ দিন, ২১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটিয়েছিলেন। শুভ্রাংশু শুক্লা বৃহস্পতিবার পর্যন্ত মহাকাশে ৯ দিন অতিবাহিত করে এই রেকর্ড ভেঙেছেন। তিনি অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে গত ২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ পৌঁছেছেন এবং সেখানে এক সপ্তাহ পূর্ণ করার পর একদিন ছুটি কাটিয়েছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে।
মহাকাশ স্টেশনে থাকাকালীন শুভ্রাংশু শুক্লা ও তার সহকর্মীরা আম রস, গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া সহ বিভিন্ন দেশের মুখরোচক খাবারের স্বাদ উপভোগ করেছেন। ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারের বিজ্ঞানীদের সঙ্গে এক সংক্ষিপ্ত কথোপকথনে তিনি জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীকে দেখা ছিল তার মিশনের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। মাইক্রোগ্র্যাভিটি কীভাবে শৈবালের বৃদ্ধি ও জিনগত আচরণকে প্রভাবিত করে, এবং প্রতিকূল পরিবেশে টার্ডিগ্রেড (এক ধরণের অণুজীব) কীভাবে বেঁচে থাকে ও প্রজনন করে, তা নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা চালাচ্ছেন।