দিল্লিতে গভীর রাতে গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াই

দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে নরেলার কাছে গভীর রাতে দুই দুষ্কৃতীর সংঘর্ষ হয়। রোহতকে সম্প্রতি একটি খুনের ঘটনায় জড়িত ছিল এই দুষ্কৃতীরা। সূত্র মারফত জানা গেছে, ধৃতরা হিমাংশু ভাউ গ্যাংয়ের সদস্য। গ্যাংয়ের বিবাদের জেরে রোহতকের ঘটনাটি ঘটেছিল। ধৃত দুই শুটারের নাম মোহিত এবং ভূমিত। এই দুষ্কৃতীরা দিল্লি পুলিশের নজরে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নরেলায় ফাঁদ পাতে পুলিশ।
রাত ১টা নাগাদ ওই দুষ্কৃতীরা সেখানে পৌঁছলে পুলিশ তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশ পাল্টা গুলি চালিয়ে দু’জনের পায়ে গুলি করে তাদের কাবু করে। বর্তমানে দুষ্কৃতীরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তারা পুলিশের উপর ৩ রাউন্ড গুলি চালিয়েছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি চালায়। রোহতক হত্যাকাণ্ডের পর থেকেই এই দুই শুটার পলাতক ছিল। অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।