মোতিহারি সফর ঘিরে কড়া নিরাপত্তা, নেপাল সীমান্ত থেকে বাংলাদেশি আটক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোতিহারি সফরের আগে পূর্ব চম্পারণ জেলার রক্সৌল সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। আটক ব্যক্তির নাম সৈয়দ ইকবাল, তিনি বাংলাদেশের গাউন্টি কমিল্লার বাসিন্দা। নেপাল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় তাকে ধরা হয়। বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার ভারতে আসার উদ্দেশ্য খতিয়ে দেখছে।
গোয়েন্দা সূত্রে খবর, জামাত নামে পাকিস্তান ও বাংলাদেশের সাতজন সন্দেহভাজন নাগরিককে নেপালের বারা জেলার গঢ়িমাই এলাকায় দেখা গেছে, যারা ভারতের সীমান্তবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা করছিল।1 এদের মধ্যে তিনজনের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর রক্সৌল সীমান্তে কড়া নজরদারির ফলে গত দেড় মাসে প্রায় এক ডজন বিদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে।