পাকিস্তান প্রসঙ্গে এবার বোমা ফাটালেন সেনা কর্তা, পাকিস্তানের ৮০ শতাংশ অস্ত্র চীনের তৈরি

‘অপারেশন সিন্দুর’ চলাকালীন ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার এক মাস পর ভারতীয় সেনাবাহিনীর উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীর ৮১ শতাংশ সামরিক সরঞ্জামই চীনের তৈরি। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি ভিডিওতে জেনারেল রাহুল বলেন, এটি আশ্চর্যের কিছু নয়। গত পাঁচ বছরে পাকিস্তান যেসব অস্ত্র পেয়েছে তার ৮১ শতাংশই চীনের। তিনি আরও বলেন, “সামনের শত্রু পাকিস্তান, আর পেছন থেকে চীন পাকিস্তানকে সবরকম ভাবে সাহায্য করছে। চীন সম্ভবত তাদের অস্ত্রব্যবস্থাগুলিকে মাঠে বাস্তব পরীক্ষার সুযোগ পাচ্ছে। এটা যেন তাদের কাছে একটা ‘জীবন্ত ল্যাবরেটরি’।”
লেফটেন্যান্ট জেনারেল সিং-এর এই মন্তব্য ভারতের কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে চীনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, তুরস্কও পাকিস্তানকে ড্রোন এবং অন্যান্য সামরিক সাহায্য দিয়েছে। এর আগে, ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ পর্যটক নিহত হয়েছিলেন। তার জবাবেই ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায়, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা নটি সন্ত্রাসবাদী ঘাঁটি সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের সময় ভারতীয় সেনাবাহিনীর সুনির্দিষ্ট এবং কার্যকর পদক্ষেপের কারণে পাকিস্তান যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল।