বিয়ে আগে অন্তঃসত্ত্বা বোন, ধর্ষণ করেছে দাদা বলল- ‘কয়েকদিনের মধ্যেই বিয়ে, কেউ জানতে পারবে না’
July 5, 202511:05 am

উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এক দাদা তার নিজের বোনকে বারবার ধর্ষণ করেছে, যার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের পর শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক জানান, মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনা জানার পর স্বামী ও শাশুড়ি মেয়েটির পাশে দাঁড়িয়েছেন এবং পুলিশে অভিযোগ দায়ের করতে বলেছেন।
সম্পর্কের অবনতি এবং নৃশংসতার আরও কয়েকটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে রয়েছে রাজস্থানের সিকর জেলায় এক যুবকের জোরপূর্বক লিঙ্গ পরিবর্তন, উত্তরপ্রদেশের বাহরাইচে ৪ বছরের প্রেমের মর্মান্তিক পরিণতি এবং বিহারে স্ত্রী-শালি ও তাদের প্রেমিক কর্তৃক স্বামীকে হত্যা। এছাড়াও, পুত্রবধূ ও তার প্রেমিকের হাতে শ্বশুর খুনের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা সমাজে সম্পর্কের অবক্ষয়ের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে।