ঋষি কাপুরের ৩০০ কোটির সম্পত্তি কীভাবে ভাগ হলো? কী কী পেলেন রণবীর
July 5, 202511:42 am

প্রখ্যাত বলিউড অভিনেতা ঋষি কাপুর ২০২০ সালে মারা যান। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর তার মৃত্যু হয়। তার ৩০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নানা জল্পনা ছিল। জানা গেছে, ঋষি কাপুরের পৈতৃক বাড়ি ‘কৃষ্ণারাজ’ যার আনুমানিক মূল্য ২৫০ কোটি টাকা, সেটি পেয়েছেন ছেলে রণবীর কাপুর। চলতি বছরের দিওয়ালিতে আলিয়া ভাট ও মেয়ে রাহার সঙ্গে নতুন করে তৈরি এই বাড়িতে প্রবেশ করবেন রণবীর।
এছাড়াও, ঋষি কাপুরের গাড়ির সংগ্রহ, যার মূল্য প্রায় ৭.৫০ কোটি টাকা, সেটিও রণবীরের হস্তগত হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও ঋষি কন্যা রিধিমা কী কী পেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। রণবীর বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে ছোটবেলায় বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, তবে পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল।