ট্রাম্পকে কড়া বার্তা ভারতের, ফের কি শুরু হতে চলেছে নতুন যুদ্ধ?

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক স্থগিতাদেশের সময়সীমা শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে ভারত চুক্তির বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট জানিয়েছেন, ভারত সময়সীমার ভিত্তিতে কোনো বাণিজ্য চুক্তি করে না। দেশের স্বার্থ সুরক্ষিত হলেই কেবল এই চুক্তি চূড়ান্ত হবে।
গোয়েল আরও উল্লেখ করেছেন, আমেরিকা সহ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা চলছে। তাঁর মতে, কোনো চুক্তি তখনই গ্রহণ করা হবে যখন তা উভয় পক্ষের জন্য লাভজনক হবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। মন্ত্রীর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ভারতের এই অবস্থানে আমেরিকা কতটা সন্তুষ্ট হবে এবং আদৌ এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে কি না।