কর্মস্থলে শরীরের উপর চড়ে বসেছিলেন ম্যানেজার, নিঃশ্বাস নিতে না পেরে ‘ব্রেন ডেথ’, অভিযুক্ত পলাতক
July 5, 202512:07 pm

লাস ভেগাসের এক অফিসে বচসার জেরে ম্যানেজারের হাতে গুরুতর আহত হয়ে মারা গেলেন ২৪ বছর বয়সী তরুণী জেসিকা ম্যাকলাফলিন। গত ২৪ জুন এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অফিসের মহিলা ম্যানেজারের সঙ্গে বচসা চলাকালীন জেসিকার ওপর আক্রমণ করেন তিনি। জেসিকার চুল ধরে টেনে মাটিতে ফেলে তার বুকের ওপর চেপে বসলে শ্বাসপ্রশ্বাসে সমস্যা শুরু হয়। অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জেসিকার ব্রেন ডেথ ঘোষণা করেন। পরে লাইফ সাপোর্ট খুলে নিলে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর অভিযুক্ত ম্যানেজার অফিস থেকে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। জেসিকার সহকর্মীরা তাকে বাঁচাতে গেলে তারাও আহত হন। জেসিকার ভাই শন ম্যাকলাফলিন সমাজমাধ্যমে এই ঘটনার বিচার চেয়েছেন। পুলিশ অভিযুক্ত ম্যানেজারের খোঁজে তল্লাশি শুরু করেছে।