প্রজননের পর পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে স্ত্রী প্রাণী, প্রকৃতিতে এ কেমন নিষ্ঠুরতা
July 5, 202512:44 pm

প্রাণীজগতের কিছু প্রজাতিতে এমন ভয়ঙ্কর আচরণ দেখা যায় যেখানে স্ত্রী প্রাণী প্রজননকালে পুরুষ সঙ্গীকে মেরে খেয়ে ফেলে। মূলত প্রজননের সাফল্যের জন্য প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতেই এমনটা ঘটে। মেন্টিস থেকে শুরু করে ব্ল্যাক উইডো স্পাইডার, এমনকি কিছু প্রজাতির অক্টোপাস ও অ্যানাকোন্ডার মধ্যেও এই প্রবণতা দেখা যায়।
রেডব্যাক ও ব্ল্যাক উইডো স্পাইডারদের ক্ষেত্রে স্ত্রী মাকড়সা পুরুষকে খেয়ে ফেলে, যেখানে পুরুষ রেডব্যাক মাকড়সা স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করে। নার্সারি ওয়েব স্পাইডারের পুরুষরা আবার সঙ্গমের সময় নিজেদের পা সিল্ক দিয়ে বেঁধে নেয় পালানোর সুযোগের জন্য। এই আচরণ নিষ্ঠুর মনে হলেও, এটি প্রকৃতির এক অদ্ভুত নিয়ম, যা প্রজাতির টিকে থাকার কৌশল হিসেবে বিবর্তিত হয়েছে।