ভোটের বাদ্যি বাজল বঙ্গে, পুজোর পরেই ইস্তাহার আনছে বিজেপি-দায়িত্ব সুকান্তকে

আর এক বছর পরেই বঙ্গে ফের বিধানসভা নির্বাচন। ২০২৬ সালের এই ভোটযুদ্ধকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা না করে দুর্গাপূজার পরেই তাদের ইস্তাহার বা ‘সংকল্পপত্র’ প্রকাশ করা হবে। এই গুরুত্বপূর্ণ ইস্তাহারের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। দল জানিয়েছে, এবারের ইস্তাহারে নেতিবাচক প্রচারের বদলে ইতিবাচক বার্তা তুলে ধরা হবে। অর্থাৎ, রাজ্যে ক্ষমতায় এলে উন্নয়নের কোন কোন রূপরেখা গ্রহণ করা হবে, তা বাংলার মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরা হবে।
লোকসভা ২০২৪-এর ফলাফলের নিরিখে রাজ্যের ৯২টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এছাড়া আরও ১০৮টি আসনে তারা অল্প ব্যবধানে পিছিয়ে আছে, যেখানে তৃণমূলের সঙ্গে তাদের ভোটের ব্যবধান ৫ হাজারের কম বলে বিজেপির দাবি। এই প্রায় ২০০টি আসনকে ‘টার্গেট জোন’ হিসেবে ধরে বিশেষ পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে গেরুয়া শিবির। এই লক্ষ্যপূরণে বিজেপি রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই জেলাভিত্তিক পরিকল্পনা শুরু করেছে এবং বুথ সশক্তিকরণ, বুথ কমিটি গঠন ও স্থানীয় ইস্যু নির্ভর নির্বাচনী আন্দোলনের রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল রাজ্য নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, জেতা বুথ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এবং হেরে যাওয়া বুথগুলিতে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।