শ্বশুরবাড়িকে ব্ল্যাকমেল! কালা জাদুর নামে স্ত্রী-শাশুড়িকে নগ্ন করে ছবি তুলল জামাই

কালা জাদু দেখানোর নাম করে স্ত্রী ও শাশুড়িকে নগ্ন করে ছবি তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, অভিযুক্তের মুম্বইয়ের বাড়িতে। শ্যালকের বিয়েতে শুভ হবে বলে এই কাণ্ড ঘটান জামাই। এরপর সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ৩ জুলাই থানায় অভিযোগ দায়ের করা হলেও, অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা। গত ১৫ এপ্রিল অভিযুক্ত তার স্ত্রী এবং শাশুড়িকে পোশাক ছাড়াই কিছু আচার-অনুষ্ঠান করতে বাধ্য করে এবং তাদের নগ্ন ছবি তোলে। পরে সেই ছবিগুলি অভিযুক্ত তার বাবা ও ভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পোস্ট করে বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩৫১(২) ও ৩৫২ এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও, মহারাষ্ট্র মানব বলিদান এবং অন্যান্য অমানবিক, মন্দ ও অঘোরি অনুশীলন এবং কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৩ এর অধীনেও মামলা করা হয়েছে।