রথযাত্রার পর এবার ‘বাহুদা যাত্রা’! ভক্তদের ঢল নামার আগেই কড়া নিরাপত্তা পুরী জুড়ে

পুরীর রথযাত্রা উৎসব শেষ হতে চলেছে ‘বাহুদা যাত্রা’র মাধ্যমে। শনিবার (৫ জুলাই, ২০২৫) এই বিশেষ যাত্রার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৯ জুন গুন্ডিচা মন্দিরের কাছে রথযাত্রার সময় পদদলিত হয়ে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই কারণে এবার প্রশাসন আরও সতর্ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে ৬,০০০ রাজ্য পুলিশ এবং ৮০০ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান।
এবার ‘বাহুদা যাত্রা’য় ভক্তদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং সুশৃঙ্খলভাবে উৎসব সম্পন্ন করতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থার পাশাপাশি ২৭৫টিরও বেশি অত্যাধুনিক এআই (AI) সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ মহাপরিচালক ওয়াইবি খুরানিয়ার নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পুরীতে ক্যাম্প করে আছেন। দেবতারা তাঁদের জন্মস্থান গুন্ডিচা মন্দিরে এক সপ্তাহ কাটানোর পর আজ তাঁদের মূল মন্দিরে ফিরে আসবেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।