হারিয়ে যাওয়া মেয়ে, পুলিশের অমানবিকতা! চা-বিক্রেতার আকুতিতে কাঠগড়ায় মানবতা

হারিয়ে যাওয়া মেয়ে, পুলিশের অমানবিকতা! চা-বিক্রেতার আকুতিতে কাঠগড়ায় মানবতা

উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত শহরে এক চা বিক্রেতার ১৩ বছরের মেয়ে ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর মন্দিরে ভিক্ষা করতে দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেয়ের বাবা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের নির্মম আচরণে হতবাক হয়ে যান। পুলিশ কর্মীরা তাঁকে বলেন, “৫ টাকার চা বিক্রি করো, তোমার মেয়ে সোনার দুল পরবে কোথা থেকে?” এমনকি নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পরও এফআইআর দায়ের করতে অস্বীকার করে পুলিশ।

এই ঘটনায় পুলিশের সংবেদনহীনতা ও গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিখোঁজ হওয়ার পর মেয়েটির শারীরিক পরীক্ষা বা ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হয়নি, যা আইন অনুযায়ী বাধ্যতামূলক। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়নি। দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রতি প্রশাসনের এই উদাসীনতা বিচার ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের এক গুরুতর চিত্র তুলে ধরছে। এই ঘটনা পুলিশের মানবিকতা ও পেশাদারিত্বের অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *