ডোনাল্ড ট্রাম্পকে ভারতের পাল্টা জবাব! বিশ্ব বাণিজ্য সংস্থায় বড় পদক্ষেপ নয়াদিল্লির

বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আমেরিকার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) আমেরিকার ওপর পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। অটোমোবাইল সেক্টরে আমেরিকার জাতীয় নিরাপত্তার অজুহাতে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার পণ্য বাণিজ্য পরিষদকে জানিয়েছে, অটোমোবাইলের ওপর জাতীয় নিরাপত্তার অজুহাতে আরোপিত শুল্কের প্রতিক্রিয়ায় তারা আমেরিকা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ছাড় বা অন্যান্য বাধ্যবাধকতা হ্রাস করবে। এই প্রস্তাবের ফলে আমেরিকার নির্দিষ্ট কিছু পণ্যের ওপর শুল্ক বাড়বে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ আমেরিকা ভারত থেকে আসা অটোমোবাইল এবং অটো পার্টসের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা ২০২৫ সালের ৩ মে থেকে কার্যকর হয়েছে।