বৌদ্ধ মূর্তিতে জুতো পরে উঠে আম পাড়লেন এক মহিলা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
July 5, 20254:11 pm

থাইল্যান্ডে এক বৌদ্ধ মূর্তির ওপর জুতো পরে উঠে আম পাড়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ভারতীয় মহিলা একটি আমের গাছের পাশে থাকা বুদ্ধ মূর্তির ওপর উঠে আম পাড়ছেন এবং ব্যাগে ভরছেন। এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং বিদেশের মাটিতে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার ভিডিও ধারণকারী ব্যক্তি এটিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যেখানে লেখা হয়, “থাইল্যান্ডে বুদ্ধের মূর্তিতে চড়ে আম চুরি করছেন দুই ভারতীয় মহিলা। এমন লোকজনের জন্যই বিদেশে ভারতের নাম খারাপ হচ্ছে।” ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন, অনেকেই এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক পর্যটনে ভারতীয়দের শালীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন।